মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদীর পাড়ের ফেরিঘাটের সরকারি জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে একটি বিশেষ মহল। স্থানীয় প্রভাবশালী একটি বিশেষ মহল সেখানে সরকারি জায়গায় জোর করে পাকা দোকানঘর তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে। পূর্বে এখানে নদীর পাড়ে শুধুমাত্র ইঞ্জিন চালিত নৌকা দিয়ে লোকজন পারাপার করা হতো।মুন্সিগঞ্জের যোগিনীঘাট হয়ে খুব সহজেই মেঘনা নদীর পাড়ে যাওয়া যায়। গজারিয়া উপজেলায় সড়ক পথে যাওয়ার একমাত্র সহজ রাস্তা হচ্ছে এটি। মুন্সিগঞ্জ বাজারের কাছ থেকে মিশুক কিংবা অটোতে করে এ নদীর পাড়ে যাওয়া যাচ্ছে বর্তমানে।সময়ের চাহিদার কারণে এখানে ২০১৮ সালের ৩ জুন মাসে এ নদীতে ফেরি চলাচল শুরু হয়। সেই সময়ে এ পথের ফেরি চলাচলের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে এখানে ফেরি চলাচলকে সামনে রেখে বালি ও বালির বস্তা ফেলে জেটি তৈরি করা হয়।তাতে এখানে লোকজন চলাচলে স্বাভাবিক অবস্থা বজায় থাকে। আর সেই জেটির স্থানের দক্ষিণ দিকে বর্তমানে নির্মিত হচ্ছে দোকানপাট। এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ঠ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।