মুন্সিগঞ্জ সীমান্ত এলাকার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা ও কালিরচরের মেঘনা নদীতে মা ইলিশ না ধরার জন্য জোরালো প্রচারণা চালাচ্ছে চর আব্দুল্লা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশরা। নদীর তীরবর্তী জেলেদের ও স্থানীয়বাসীদের সচেতন করতে প্রতিদিনই এখানকার নৌ পুলিশ এই কর্মকান্ড অব্যাহত রেখেছেন।নদীতে ধীরগতিতে স্প্রীড বোর্ডে হ্যান্ড মাইকে এ প্রচারণা চলছে এখানে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন চর আব্দুল্লা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ফারুক হোসেন। এখানকার পুলিশের এই কাজে এখানকার জেলেরা নদীতে মাছ ধরতে নামছে না বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।চর আব্দুল্লা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, নদীতে নিয়মিতভাবে পুলিশ টহল অব্যাহত আছে। এ কাজে স্থানীয়রা সকল ধরণের সহযোগিতা করছে। এদিকে এখানকার জেলেরা মা ইলিশ ধরতে নদীতে নামছে না।এর ফলে তাদের মাছ ধরার নৌকা গুলো মেঘনা নদীর তীরের কালিরচরের ঘাটে বেঁধে রেখেছে। মুন্সিগঞ্জের এপারে পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে বেশির ভাগ জেলেই ভয়ে নদীতে নামতে সাহস পাচ্ছে না এখন।