মোংলায় সাংস্কৃতিক আন্দলনের বাতিঘর সেন্ট পলস্ উচ্চ বিদ্যলয়ের অবসর প্রাপ্ত শিক্ষক, কলতান শিল্পী গোষ্টির পরিচালক শিল্পী-কবি জেমস শরৎ কর্মকার-এর ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মোংলা সস্মিলিত সাস্কৃতিক জোটের অয়োজনে বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সন্ধায় মোংলা সস্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে কেক কাটা অনুষ্টানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা সরকারি কলেজের অদ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সস্মিলিত সাংস্কৃতিক জোটের আহব্বয়ক মোঃ নূর আলম শেখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপাল মন্ডল, অধ্যাপক নজরুল ইসলাম, মোংলা সরকারি কলেজের ইংরেজী প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা সরকারি কলেজের বাংলা প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, মোংলা সরকারি কলেজের
প্রভাষক সাহারা বেগম, সুন্দরবন থিয়েটাের প্রধান নির্বাহী স্বদেশ বন্ধু দাশ, সিপিবি মোংলা শাখা’র সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক সহ সস্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য’রা।