যশোর সদর উপজেলার নতুনহাট বাজারের একটি গ্যারেজ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। বাজারের আনিছুর রহমানের গ্যারেজ থেকে জব্দ করা হয় ওই মোটরসাইকেল। এ সময় চুরির সাথে জড়িত অভিযোগে ফারুক হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
তিনি যশোর সদর উপজেলার অজুফা সাড়াপোল রুপদিয়া গ্রামের জিয়াজুল ইসলামের ছেলে। আনিছুর রহমান আদালতে জবানবন্দি দিয়েছেন।
যশোর সদর উপজেলার বাজে দূর্গাপুর গ্রামের বাবুর আলীর ছেলে মনিরুল ইসলাম ১৩ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত চোরেদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় নতুন হাট বাজারে সুমন ষ্টুডিওর সামনে মোটরসাইকেল রেখে বাজারের মধ্যে যান। আধা ঘন্টা পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। তিনি বাজারের লোকজনকে জানান। এরপর তিনি গোপন সূত্রে খবর পান তার মোটরসাইকেল ঝিকরগাছা উপজেলার লাউজানী বাজারের আনিছুর রহমানের গ্যারেজে রয়েছে। সার্ভিসিং করতে ফারুক হোসেন নামে এক যুবক দিয়েছে। বিষয়টি তিনি কোতোয়ালি মডেল থানার এসআই সেকেন্দার আবু জাফরকে জানালে ১৩ ডিসেম্বর গভীর রাতে ফারুক হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়।