মোহনপুর উপজেলায় একটি মাছ বোঝাই অবৈধ যানবাহন ভুটভুটির সাথে সংঘর্ষে একটি মোটর সাইকেলের দু’জন আরোহী সহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪’০০ টায় সময়। মোহনপুর উপজেলার বিদ্দ্যাভাপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত মোটর সাইকেল আরোহীরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানার আবুল কাসেমের ছেলে হারুন (৩২), একই এলাকার হাফিজুর রহমানের ছেলে শাহীন আলম (৪০)। মান্দা থানার সাপাই হাট গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে নুরুনবী (২৮)।
স্থানীয়রা জানান, বিকাল ৪০০ টায় সময়। নওগাঁ সাপাইহাট থেকে একটি মাছ বাহী অবৈধযান ভুটভুটি রাজশাহী মূখি আসছিলো। হঠাৎ ভুটভুটির এক্সেল ভেঙ্গে গিয়ে মহাসড়কে ছিটকিয়ে পড়ে।
এসময় রাজশাহী টু নওগাঁ গামী একটি মোটর সাইকেলকে ভুটভুটি ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী এবং ভুটভুটি চালক গুরুতর আহত হন।
স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মোটর সাইকেলের এক আরোহী হারুনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন। সেখান থেকে চূর্নবিচুর্ন হওয়া মোটর সাইকেল উদ্ধার করেন এবং ঘাতক ভুটভুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।