আজ ১লা অক্টোবর বেলা প্রায় এগার ঘটিকার সময় রাজশাহী কোর্ট শহীদ মিনারের সম্মুখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং জেলা খাদ্য অফিস ঘেরাও সহ স্মারকলিপি প্রদান করা হয়।
প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিল।কর্মসূচি চলাকালে ওয়ার্কার্স পার্টির বিভিন্ন নেতা কর্মী পর্যায় ক্রমে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।বক্তারা বলেন,মিল মালিকরা কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সিন্ডিকেট করে চালের মূল্য বৃদ্ধি করছেন।ইতিপূর্বে পেয়াজ নিয়ে যা ঘটেছে সেটা যদি চালের ক্ষেত্রেও ঘটে তবে তা হবে অত্যন্ত ভয়াবহ।কারণ পেয়াজ না খেলেও চলে কিন্তু চাল না পেলে বা ক্রয় ক্ষমতা জনগণের নাগালের বাইরে চলে গেলে দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
সরকারের উদ্দেশ্যে বলেন,এটা পেয়াজ নই যে অন্য দেশ থেকে আমদানি করে মূল্য নিয়ন্ত্রণ করবেন।কারণ করোনা ভাইরাস আসার পর খোদ জাতিসংঘ থেকে পৃথিবীতে খাদ্য সংকটের আশঙ্কা প্রকাশ করছেন।ফলে ইতিমধ্যে বিভিন্ন দেশ নিজেদের খাদ্য নিরাপত্তার কথা ভেবে খাদ্য মজুত করছেন।তাই সংকট সৃষ্টি হলে অন্য দেশ থেকে চাল আমদানি সহজ হবে না।কেউই নিজের দেশের মানুষের জীবন রক্ষা বাদ দিয়ে অন্য দেশে চাল দিবে না।
মানব বন্ধন শেষে জেলা খাদ্য অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেন
ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।