রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ অভিযানে চালিয়ে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৯শে অক্টোবর) ২০ইং তারিখ। মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর ও জাহাজঘাট এলাকা থেকে তাদের আটক করে মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মতিহার থানাধীন ধরমপুর জাহাজঘাট এলাকার মৃত-ইসাহাকের ছেলে বকুলকে (৩৫) ৬ গ্রাম হেরোইন ও ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় এবং ধরমপুর এলাকায় অভিযান চালিয়ে, ধরমপুর দক্ষিনপাড়া এলাকার শুভ কে (২৫) ৭ পিচ ফেন্সিডিলসহ আটক করা হয়। এবিষয়ে মতিহার থানার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, মাদকদ্রব্যসহ বকুল ও শুভ নামের ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বেলা ১১’০০ ঘটিকায় সময় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।