রাজশাহীতে হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি হলেন, মোঃ ইসমাঈল হোসেন (৩০) মঙ্গলবার (২০শে অক্টোবর) ২০ইং তারিখ। সকাল ৭’১৫ ঘটিকায় সময় বোয়ালিয়া থানা এলাকায় গৌরহাঙ্গা মোড়ে একটি ফলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার উজানপাড়া (মাটিকাটা কলেজ সংলগ্ন), গ্রামের মোঃ সাহাবুদ্দীন ইসলাম ওরফে মন্টু’র ছেলে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানায়, ৩ হাজার টাকার বিনিময়ে জব্দকৃত হেরোইনগুলো গোদাগাড়ী থেকে রাজশাহীর বাসস্ট্যান্ডে পৌছানোর চুক্তি ছিল।
এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।