রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নির্বাচনে শুরু হলো ভোটের লড়াই। সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৪ জনই প্রতিদ্বন্দ্বীতায় থাকলেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন জনকণ্ঠের মামুন-অর-রশিদ, সমকাল ও ডিবিসি নিউজের সৌরভ হাবিব এবং কালের কণ্ঠের রফিকুল ইসলাম।
সহ-সভাপতি পদে সোনালী সংবাদের তৈয়বুর রহমান ও বাংলানিউজের শরীফ সুমন, সাধারণ সম্পাদক পদে যুগান্তরের তানজিমুল হক ও সময় টেলিভিশনের সাইফুর রহমান রকি, যুগ্মসাধারণ সম্পাদক পদে সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু ও সোনার দেশের শামস উর রহমান রুমি, কোষাধ্যক্ষ পদে সানশাইনের সরকার দুলাল মাহবুব ও বৈশাখী টেলিভিশনের আবদুস সাত্তার ডলার এবং সদস্য পদে ইত্তেফাকের আনিসুজ্জামান, সমাচারের আবুল কালাম আজাদ ও সমকালের ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।