রায়পুর কচি সংঘের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন মাদরাসায় পবিত্র কুরআন ও হাদীস কিতাব প্রদান করা হয়েছে।প্রথম পর্যায়ে স্থানীয় মাদরাসা হিসেবে চাড়ালিয়াহাট এশা আতুল মাদরাসা, শাহনগর দারুল উলূম মাদরাসা, লেলাং মুহাম্মদীয় মাদরাসা, রায়পুর তালিমূল কুরআন ইসলামীয়া মাদরাসা এবং রিয়াজুল উলূম রায়পুর মাদরাসায় কুরআন ও হাদীস কিতাব প্রদান করা হয়। তাছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদে টুপি,কার্পেট সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সামগ্রী সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর এবং আশপাশের অনুষ্ঠিতব্য মাহফিলে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের কার্যালয়ে উপস্থিতির এসব মাদরাসার প্রতিনিধি শিক্ষক এবং দায়িত্বশীল ব্যক্তিদের নিকট এসব প্রদান করা হয়েছে। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বাবু রুপন কুমার নমঃ, এম.এম মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
এই মহতি কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে বলা হয়েছে যে, সংগঠন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্টানে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।