রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় তার কাছে ১১৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক ওই মাদক ব্যবসায়ীর হলেন, মজিবর রহমান (৪৫)।
সোমবার (১৪ ডিসেম্বর) ২০২০ইং তারিখ দুপুর ২’৩০ টায় সময়। গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রেমতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মজিবর রহমান কে ১১৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।