মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ১৬ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ টাকা বিতরণ করা হয়েছে।
লৌহজং উপজেলার ইউএনও মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাম্মৎ সাজেদা সরকার।উক্ত সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ঘোড়দৌড় বাজারে আগুন লেগে মুদি, সবজি, মুরগী, চা, জুতা স্যান্ডেলসহ ১৬ জন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয়।দোকানীদের দাবি আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।