লৌহজং উপজেলার কনকসার বাজারে অবস্থিত দিশারী সংঘের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দিশারী সংঘের তত্ত্বাবধায়ক মোস্তাক আহমেদ নুরনবীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোড়ল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান খান সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝিল্লুর রহমান মিঠু, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক হামিদুর রহমান জুয়েল, যুগ্ম-আহবায়ক বিদ্যুৎ আলম মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের রতন, কনকসার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ শাহিন, কনকসার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টয়েস, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুর রশিদ রাজন, ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন লিমন প্রমুখ।
আলোচনা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।