সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে আন্তর্জাতিক স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক কানিজ ফাতেমা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, তথ্য আপা শিরীন শিলা।
অনুষ্ঠানে বক্তারা নারীদের স্তন ক্যান্সারের বিষয়ে সচেতন হওয়ার বিষয়ে বিশেষ ভাবে গুরুত্বরোপ করেন। বিশেষ বক্তারা এ বিষয়ে কোন সমস্যা হলে বিশেষজ্ঞ কিৎসকের পরামর্শ গ্রহণের জন্য বলেন। অনুষ্ঠানটি স ালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোঃ আনিসুর রহমান মল্লিক।