সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার সকালে আল মদিনা ট্রেডার্সের ৩য় তলায় হল রুমে ই কমার্স ভিত্তিক প্রতিষ্টান আমার বাজার লিমিটেডের শ্যামনগর অফিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজী।
প্রধান আলোচক ছিলেন আমার বাজার লিমিটেডের আরএমপি রুবেল আহম্মেদ। আমার বাজার লিমিটেডের এএসও জাফর ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রনজিৎ বর্মন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার বাজার লিমিটেডের এবিই সিরাজুল ইসলাম,এলটিএ ওয়ালীউল্লাহ,শিক্ষক মাহবুবুর রহমান বুলবুল,জাহিদ আনোয়ার প্রমুখ। উদ্বোধন শেষে মাল্টিমিডিয়া ভিত্তিক আমার বাজার লিমিটেডের ই কমার্স ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। ছবি-শ্যামনগরে শ্যামনগরে ই কমার্স ভিত্তিক আমার বাজার লিমিটেডের অফিস উদ্বোধন করছেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রি ব্যানাজী সহ অতিথিবৃন্দ।