সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৪১,২২৩ জন শিশুর ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে । শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে প্রকাশ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ৪ ঠা অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলার ২৮৯ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।৬ থেকে ১১ মাস বয়সী ৪,৫৭০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৬,৬৫৩ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক অপূর্ব রঞ্জন বলেন নিদিষ্ট দিনে টিকাকেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।