রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অগ্রগতি সংস্থার আয়োজনে উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ হল রুমে সরকারি বেসরকারী সেবা দান কারী প্রতিষ্টানের মধ্যে সেবা প্রদান সম্পর্কিত সংলাপের আয়োজন করা হয়।
সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাইদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক সচ্চিদানন্দ মন্ডল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক রনজিৎ বর্মন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাংবাদিক এম কামরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান মল্লিক, অ্যাড.জি এম মুনসুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি প্রমুখ।
বক্তারা বিশেষ করে দলিত শ্রেণির মানুষের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সেবাদানের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে গুরুতা¡রোপ করেন। এ ছাড়া গ্রাম পর্যায়ে উঠান বৈঠকের বিষয়ে বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতির কর্মকর্তা আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন আরটিআইএর ফিল্ড ফ্যাসিলিটিটর হাসনা হেনা।