মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত আজ মঙ্গলবার রাত আনুৃানিক ৮ টা ৩০ মিনিটে দিকে আহত অবস্থায় অটোরিকশা চালক আশরাফুলকে (২৬) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামের রফিকুল ইসলাসের ছেলে সে। এক মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে গ্রামে থাকতো। ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো সে। ৩ ভাই ১বোনের মধ্যে সবার বড় ছিলো আশরাফুল।
নিহতের ছোট ভাই মো. সাইফুল ইসলাম ও স্বজনরা জানান, সন্ধ্যায় অটোরিকশায় রিজার্ভ যাত্রী নিয়ে লৌহজং এলাকায় যায় সে।
পরে খবর পাই কে বা কারা তার গলায় ধারালো অস্ত্রো দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রেখে গেছে। পরে পথচারীরা তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল জানায়,আশরাফুলের গলায় শুধু একটি ধারালো অস্ত্রের আঘাত। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। আমাদের ধারণা ছিনতাইকারীরা তাকে গলা কেটে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।