শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সৈনিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বেজগাও বাসস্ট্যান্ড সংলগ্ন নাইওরী কমিউনিটি সেন্টারের পাশে বেজগাও গ্রামের লোকজনের পক্ষ থেকে উপজেলার সভাপতিকে এ সংবর্ধনা দেয়া হয়।
পাটাভোগ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রব শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস, এম মুরাদ শেখ, যুবলীগ নেতা রব শিকদার, বাবু মৃধা, ফারুক মৃধা, বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও পাটাভোগ ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হামিদুল্লাহ খান মুন, সাংগঠনিক সম্পাদক সোহেল সাহরীয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রবিন শিকদার, শ্রীনগর সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক শামীম, ছাত্রলীগ সহ-সভাপতি সিফাত খান, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি হাবিবুর রহমান সুমন, সহ-সভাপতি শেখ আল-আমিন, সাংগঠনিক অপু মৃধা প্রমুখ।