শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ ও ড্রেজারের
পাইপ ভাঙা হয়েছে।
রবিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নির্দেশে পশ্চিম হরপাড়ায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ।
জানা য়ায, হরপাড়া হরিসভা সংলগ্ন সরকারি স্বার্থ জড়িত ভিপি সম্পত্তিতে অবৈধ ভাবে বালু ভরাট করে সরকারী সম্পত্তি দখলের অভিযোগ উঠে ওই এলাকার জিতেন ও কৃষ্ণ গংদের বিরুদ্ধে। খবর পেয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজারটি জব্দ করা হয়। এছাড়াও ড্রেজারের পাইপগুলো নষ্ট করা হয়।