শ্রীনগরে ৫ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ সন্তানের জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাঁসাড়গাও গ্রাম থেকে ৪০ বছরের ওই বখাটেকে আটক করা হয়।স্থানীয়রা জানায়, ওই দিন সন্ধ্যায় হাসাড়গাও গ্রামের ইকবাল হোসেন(৩৮) একই গ্রামরে ৫ বছরের এক শিশুকে একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইকবাল পাশের কচুরি পানা ভর্তি পুকুরে ঝাপ দিয়ে লুকিয়ে থাকে। ঘটনার পরপরই শিশুটির পিতা শ্রীনগর থানায় ছুটে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা পুকুরে তল্লাশী চালিয়ে ইকবালকে পুকুর থেকে তুলে আনে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ইকবালকে আটক করে থানায় নিয়ে আসে। ইকবাল হাঁসারগাও এলাকার মৃত তাসের আলীর ছেলে। সে এক ছেলে ও এক মেয়ের জনক। নির্যাতনের শিকার শিশুটি এই বছরই স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়েছে।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।