আসন্ন যশোর সদর উপজেলা উপ-নির্বাচন উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ০১ অক্টোবর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃরবিউল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন যেকোন মূ্ল্যে ২০ তারিখে সদর উপজেলার উপ-নির্বাচনে ধানের প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী কে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকতে হবে।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন যশোর জেলা বি,এন,পির সন্মানিত আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি,ও উপজেলা উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা নুর উন-নবী, বিএনপি নেতা হাজী আনিচুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সিঃ সহ-সভাপতি নির্মল কুমার বীট, সহসভাপতি মিজ্নুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্মসম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন। সভায় জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলার বিভিন্ন ও পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।