একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন রেডিও নলতার উদ্যোগে চালু হয়েছে “জানার আছে অনেক কিছু”। উদ্বোধনীয় অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল শিশুর জন্মনিবন্ধন অধিকার। অনুষ্ঠানটি ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগীতায় ৭ম পর্বে অনুষ্ঠিত হবে। উদ্বোধনীয় অনুষ্ঠানটি রেডিও নলতার প্রযোজক রাশিদা আক্তারের উপস্থাপনায় আলোচক ছিলেন সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক আমিনুর রহমান, ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন ও দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম। এসময় কিভাবে শিশুর জন্মনিবন্ধন করতে হয়। কোথায় কোথায় জন্মনিবন্ধন করা যায় এবং কতদিনের মধ্যে নিবন্ধন করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর প্রদান কার হয়।
আগামী পর্বগুলোতে বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন, শিশু পাচার, করোনায় শিশুর সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহের রবি ও মঙ্গলবার বেলা ৪টায় অনুষ্ঠিত হবে।