সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ বোতল এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (১৯ অক্টোবর) পুলিশ সুপার, সিরাজগঞ্জ হাসিবুল আলম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মোসাদ্দেক হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বরের পশ্চিমে ঢাকাগামী বাস লেনের পাকা রাস্তার উপর থেকে একটি লিতু পরিবহন নামে যাত্রী বাহী বাস যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৩-০৯৩৮ এর মধ্যে যাত্রী হিসেবে আসামী মোঃ হাফিজ উদ্দিন (৩০), পিতা-মোঃ মনতাজ ওরফে মমতাজ উদ্দিন, গ্রাম-গোগর চৌরাস্তা, থানা-রাণীশংকৈল, জেলা ঠাকুরগাও-কে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে।
এ সংক্রান্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে।