সিরাজগঞ্জের বেলকুচিতে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা নামে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
রোববার (০৪ অক্টোবর) সকালে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, ভাঙাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামের সাবেক মেম্বর রশিদ সরকার গ্রুপ এবং আওয়াল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েক দফায় শালিসী বৈঠকও হলেও বিষয়টি মিমাংসা হয়নি। সেই দ্বন্দের জের ধরে দুপক্ষ আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের বেশ অন্তত ৮/৯ জন আহত হয় এবং প্রতিপক্ষের ধারালো ফলার আঘাতে আওয়াল গ্রুপের গোলাম মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।