ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া ব্রীজ সংলগ্ন স্থান থেকে গত ২৫ অগষ্ট রেনেটা কোম্পানীতে কর্মরত মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ১লক্ষ ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামী মো. রুহুল আমিন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ব্রীজের নিচে অবস্থিত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের জেলেপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দস্যুতার মামলার গ্রেপ্তার হওয়া এক আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।