মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে শামীম শেখ নামের এক যুবকের ১ টি ঘর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ২১ নভেম্বর দিবাগত রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।ক্ষতিগ্রস্তদের অভিযোগ পরিকল্পিতভাবেই তাদের ঘরে আগুন লাগানো হয়েছে।জানা গেছে, দীর্ঘদিন যাবত কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে মো. সেলিমের সাথে একই গ্রামের মৃত লাল চান শেখের ছেলে শামীমের সাথে আধিপত্য বিস্তার বিরোধ চলে আসছে। এরই জের ধরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন শামীম শেখ।ক্ষতিগ্রস্ত শামীম শেখ জানান,গত ১৭ নভেম্বর সেলিম গ্রুপ আমাদের পরিবারের উপড় হামলা করে ,হামলায় আমার বড় ভাই লিটনসহ ৫ জন আহত হয় ,এ ঘটনায় আমি বাদী হয়ে গত ১৯ শে নভেম্বর সিরাজদিখান থানায় একটি মামলা করি । আমাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং আমার বাড়ীর একটি নতুন ঘর রাতের আধার পুড়িয়ে ফেলেছে ।সিরাজদিখান থানার এসআই ইমরান খান জানান,এ বিষয়ে অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হব।