মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সাস্থ্য কমপ্লেক্স আঙিনায় এ কর্মবিরতি পালন করে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শন কমিটির সভাপতি ও দাবী বাস্তবায়ন কমিটির সমন্বয়ক দিনেশ চন্দ্র মন্ডল, দাবী বাস্তবায়ন কমিটির সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক মোঃ এন ইসলাম তালুকদার, সদস্য সচিব মোঃ জহির উদ্দিন মিয়াসহ উপজেলার ১৪ টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা।এসময় স্বাস্থ্য পরিদর্শকদের ১১গ্রেড, সহকারী সাস্থ্য পরিদর্শকদের ১২ গ্রেড ও সাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডে বেতন প্রদান ও নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবী জানানো হয়।