নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের পাঞ্চায়েত গ্রাম থেকে ১৬৫ পিচ ইয়াবাসহ ফারুক ওরোফে মাকসুদ (৩৬) নামের ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ড।
স্থানীয় সূত্রে জানাযায়,ফারুক ওরোফে মাকসুদ ঐ এলাকায় দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।এছাড়াও নলচিরা ইউনিয়নের আরেক ভয়ংকর ইয়াবা ব্যবসায়ী মঞ্জুরাণীর ডান হাত হিসেবে কাজ করতেন এই ইয়াবা ব্যবসায়ী ফারুক ওরোফে মাকসুদ।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন রহমান জানান,গোপন সূত্রে জানতে পেরে গতকাল রাত নলচিরা ইউনিয়নে পাঞ্চায়েত গ্রামে প্রায় কয়েক ঘন্টা অভিযান চালিয়ে গভীর রাতে ফারুককে অনেক কষ্টে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।পরে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে সিকার করে দীর্ঘ কয়েক বছর ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে।
পরে তাকে হাতিয়া থানায় ১৬৫ পিচ ইয়াবাসহ হস্তান্তর করা হয়।