সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধু আছিয়া খাতুনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুজে দিলেন কলারোয়া থানা পুলিশ। শুক্রবার সকালে থানার এসআই ইস্রাফিল জানান-উপজেলার রামভদ্রপুর গ্রামের ওই মহিলা তার একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এঘটনায় ৬ আগষ্ট-২০তারিখে মোবাইল সেট হারানো সংক্রান্ত একটি জিডি করেন। যার জিডি নং-১৭৮। পরে ওই জিডিটি থানার এএসআই কামাল হোসেনের উপর দায়িত্ব অর্পন করা হলে তিনি তার মেধা ও বুদ্ধি খাটিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত ফোনের মালিকে ফিরিয়ে দেন।