ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থার কেন্দ্রীয় সদস্য ও দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোটার হাসানুজ্জামান সুজন এর আজ শুভ জন্মদিন তিনি ডোনেট সংস্থার দিক-নির্দেশক, পরিচ্ছন্ন শুদ্ধ, বর্তমান সময়ের একজন মডেল, সততা, নিষ্ঠার মাইল ফলক একজন সাংবাদিক।
আপনার জন্ম দিনে দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার পরিবার থেকে দোওয়া করি, আল্লাহ রব্বুল আলামীন আপনাকে সাহস, শক্তি, দিক। আপনি আমাদের আশা আখাঙ্খার প্রতিক হয়ে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। আমাদের স্বপ্ন আমাদের স্বাধ, আমাদের চলার পথ আপনার প্রেরনায় গতি ফিরে পাবে। আপনার ভালবাসায় প্রতিটি মানুষ শিক্ত হোক। আপনার চেষ্টায় আমাদের “ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থা” তথা দেশ আরো উন্নতির জোয়ার বয়ে যাক। জন্ম দিনে এই কামনা করি। শুভ জন্ম দিন।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনাতুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
দৈনিক ডোনেট বাংলাদেশ ও ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল, দোয়া, ভালোবাসা আর দীর্ঘায়ু।
শুভেচ্ছান্তে
প্রকৌশলী মোহাম্মদ রাছেল রান
সম্পাদক
দৈনিক ডোনেট বাংলাদেশ